1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আমনের নমুনা শস্য কর্তন

  • আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৮৬ বার দেখা হয়েছে

এম. দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে রোপা আমন জাতের ব্রি ধান- ৭১এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। নভেম্বরের শুরু থেকে জেলার প্রতিটি উপজেলায় এ শস্য কর্তন করা হচ্ছে।রোববার দুপুরে কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের কৃষক একরাম আলীর খেতেও এ শস্য কর্তন করা হয়েছে।

কৃষক একরাম আলী প্রণোদনার তালিকাভূক্ত একজন কৃষক। তাঁকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ব্রি ধান- ৭১ এর বীজ ও সার দেওয়া হয়েছিল। তাঁর জমিতে নমুনা শস্য কর্তন করে প্রতি শতকে ২৪ কেজি হারে ফলন পাওয়া গেছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহসীন তাবাসসুম এ তথ্য জাগো নিউজ’কে জানিয়ে বলেন, ব্রি ধান- ৭১ এর ফলন ভালো ফলন পেয়ে কৃষক আনন্দিত। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর জাগো নিউজ’কে জানান, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে। তবে আর্জিত হয়েছে ৭৪ হাজার ১১৫ হেক্টর। কৃষকদের ভালো ফলন পেতে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft