মোঃ আজিজুল ইসলামঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদরের দেবনগরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাট বছর বয়সী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৭ নভেম্বর) মধ্যরাতে তাকে খুলনা জেলার কয়রা থেকে গ্রেফতার করে।
এর আগে, এ ঘটনায় নির্যাতিতা ওই কিশোরীরর বাবা বাদী হয়ে গত ২৪ অক্টোবর আমজাদ হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে।
অভিযুক্ত আমজাদ হোসেন সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।
কিশোরীরর বাবা জানান, তারা স্বামী-স্ত্রী দুজন আমজাদ হোসেনের ধানের চাতালে কাজ করেন। প্রতিদিন ভোরে তারা কাজ করতে বাইরে বের হন। তখন বাড়িতে কেউ থাকে না। এই সুযোগে আমজাদ তার মেয়েকে নানাভাবে প্রলুব্ধ করে একাধিকবার ধর্ষণ করেন।
গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে আমজাদ আবারও ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই কিশোরী বিষয়টি বাড়ির সকলকে জানায়।
ওই কিশোরীর বাবা-মা গত ২৪ অক্টোবর প্রতিবেশী শাহিদা খাতুন ও নার্গিস খাতুনকে সাক্ষী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬৬।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল জানান, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন মহারাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।