মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। আদমদিঘী দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকার ইউপি মেম্বার আদম আলী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লাশটি পঁচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে আজ ভোরে এক মহিলা প্রথমে ওই বস্তাটি সনাক্ত করে।
পুকুরের মালিক আব্দুস সাত্তার অবসরপ্রাপ্ত টিটিই উক্ত পুকুরটি লীজ দিয়েছেন রোস্তমকে। রুস্তম আলী জানান তিনি বলেন আমি এক বস্তা খাবার পুকুরে দিয়েছি। সেখানে দুটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পেলে পরে ইউপি সদস্যকে খবর দেওয়া হয়।
ইউপি সদস্য থানা উক্তবস্তার ভিতর কি আছে দেখার পুকুর থেকে পাড়ে উঠান। বস্তাটি বিভিন্ন দড়ি দিয়ে পেঁচানো ছিল। বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে ঘটনাটি অবগত করালে থানা পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে তার ভেতর মরদেহ দেখতে পান।
অজ্ঞাত নামা উক্ত লাশটি দেখে এলাকাবাসী জানান ২/১দিন আগে কে বা কারা এ পুকুরে বস্তাটি ফেলে চলে যায়। লাশটি পানিতে থাকার কারণে পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এ রির্পোট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলেই অবস্থান করছিল।