নাটোরের নলডাঙ্গা উপজেলায় রাবেয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকোতিয়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। রাবেয়া বেগম ওই গ্রামের মৃত পলান সরদারের দ্বিতীয় স্ত্রী। স্বজনদের দাবি, তার পেটে আলসার হয়েছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
রাবেয়া বেগমের ছেলে উজ্জ্বল সরদার ও স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান জানান, ৪-৫ বছর ধরে পেটের আলসারে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খেলেও মাঝে মাঝে ব্যথায় অস্থির হয়ে পড়তেন। গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি রাজশাহীর বাঘা এলাকায় যান উজ্জ্বল। এরপর থেকে বাড়িতে একাই ছিলেন রাবেয়া বেগম। শনিবার দুপুরের দিকে স্থানীয়রা ঘরের বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন।