এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারে বাস-ভুটভুটির মুখামুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে। নিহতরা হলেন,পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মৃত সেরুখার ছেলে ঠান্ডু(৩০) ও মৃত আতাউর মন্ডলের ছেলে ছামাদ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস দবিরগঞ্জ এলাকায় পৌছালে বিপরীত থেকে আশা ভুটভুটি গাড়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত ২জন নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও ৬জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।