গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা রাজশাহীয় বিভাগীয় তৃতীয় স্থান অর্জন করেছে। রবিবার অত্র বিদ্যালয়ের আয়োজনে বিজয়ী খেলোয়ারদের ফুলেল সংবর্ধনা ও বিশেষ সম্মাননা (নগত অর্থ)প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল আলম চৌধুরী ডাবলুর সভাপত্বি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম। প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফীর ব্যাবস্থাপনায় অন্যদের মাঝে দক্ষিনপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা নাসিম হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন, সহকারী আল্লা নেওয়াজ, বিপ্লব কুমার, মনিকা ফারজানা, মৌসুমী আকতার, জান্নাতুল শাররীন, জেসমিন আকতারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।