সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি ও জামায়াতের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর ২২) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার (৫ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদ,খুকনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু,যুগ্নআহ্বায়ক সেলিম আহম্মেদ,সদস্য সামছুল হক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন,রঞ্জু আহম্মেদ,সদস্য মুনছুর আলী,জামায়াত নেতা ইদ্রিস আলম ও আব্দুল্লাহ।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#