নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে শেরকোল ইউনিয়নের তেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এর আগে তিনি নিজ এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক রহুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে সিংড়া উপজেলা সিধাখালি ফুটবল একাদশ ২-০ গোলে শাঐল ফুটবল একাদশ পরাজিত করে সিধাখালি চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ৪২” টেলিভিশন ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ২৪” এলইডি টেলিভিশন।