আব্দুল খালেক নান্নু: রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুব উন্নয় অধিদপ্তর ঢাকা জেলার আয়োজনে ৭ দিন ব্যপী “যুব মেলা ২০২২ শুরু হয়েছে।
গতকাল ৪ নভেম্বর শুক্রবার ছুটির দিনে মেলায় আগত দর্শক দিয়ে কানায় কানায় ভরপুর ছিলো। যুব মেলা উপলক্ষে শিল্পকলা একাডেমির মাঠের তিনপাশে অসংখ্য স্টল বসিয়েছে। তৈরি পোশাক, খেলাধুলা সামগ্রীর দোকান সহ এক উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
মেলাটি সকাল ১০ টায় শুরু হয় আর চলে মধ্যরাত পর্যন্ত। এই মেলাটি আগামী ৮ নভেম্বর শেষ হবে বলে জানান আয়োজকেরা। দোকানদারেরা জানান, এবার বেচাকেনা খুব ভালো নয়। মেলা শেষ সময় হয়তো জমে উঠতে পারে।
এদিকে মেলা উপলক্ষে প্রতিদিন বিকেল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সংগীত পরিবেশন করছেন দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পীরা।
গতকাল এই অনুষ্ঠানে হাজারো দর্শকদের গানে গানে মাতিয়াছিল চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী সহ গণশিল্পী বৃন্দরা।
দেখুন, ভিডিওটি।