জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নবম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী নওশিন আক্তার মাহী নিখোঁজ হয়েছে। এ বিষয়ে তার পিতা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ মাহী উপজেলার পৌর শহরের উত্তর গোপালপুর মহল্লার আবু রায়হান মিঠুর মেয়ে এবং পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
মাহির বাবা বলেন, প্রতিদিনের মত আজ শক্রবার আমার মেয়েকে প্রাইভেট টিউট্রের কাছে পড়তে যাওয়ার জন্য অটোরিক্সাতে তুলে দিই। সে প্রাইভেট শেষে সাধারণত বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাসায় ফিরে আসতো। কিন্তুু আজ যথা সময়ে বাড়ি ফিরে না আসায় ওর প্রাইভেট শিক্ষক ও বান্ধবীদের নিকট খোঁজ নিয়েও তার কোন খোঁজ পাইনি। তার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, নিখোঁজ মাহির বাবা এ বিষয়ে থানায় সাধারণ ডাইরি করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।