1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন

সাতক্ষীরা কলারোয়া উপজেলা আ-লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এর ৬ মাসের কারাদ্বন্ড

  • আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার দেখা হয়েছে

মোঃ আজিজুল ইসলামঃ সাতক্ষীরা প্রতিনিধিঃ

৪ লক্ষ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোর্শেদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐসহ সম পরিমান টাকা জরিমানা করেছে যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক ইকবাল তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

সাজা প্রাপ্ত স.ম মোর্শেদ কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান। তিনি উপজেলার নাকিলা গ্রামের মৃত. চাঁদ আলী সরদারের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের নুর বক্সের পুত্র রবিউল ইসলামকে ২০১৩ সালে কাজিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রæতিতে ৪ লক্ষ ২০ হাজার গ্রহণ করেন স.ম মোর্শেদ।

কিন্তু পরবর্তীতে নিয়োগ না দিয়ে প্রতারণা করতে থাকেন তিনি। কোন উপায় না পেয়ে অবশেষে ভুক্তভোগী রবিউল ইসলাম প্রতারনার অভিযোগে স.ম মোর্শেদ আলীর বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ওই বছরের ১৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫৭। উক্ত মামলায় দীর্ঘ শুনানীন্তে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন বিচারক।

মামলার রায়ে বাদী রবিউল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন। তবে, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান স.ম মোর্শেদের সাথে মোইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আংশিক সত্য। বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক ও আমি নিয়োগের জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু নিয়োগ দিতে পারিনি। কিছু টাকা ফেরতও দিয়েছি। যেহেতু চেকটা আমার নামে ছিলো। সে কারনে রবিউল ইসলাম আমার বিরুদ্ধে মামলা করেছেন। রবি অথবা সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft