শামীম মিয়া মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার উপজেলা ও পৌর জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছেন। মির্জাপুর প্রেস ক্লাব আঙ্গিনা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরবর্তীতে উপজেলা পরিষদ এলাকায় পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থাপনা বহাল রাখার দাবি ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
অতীত সময়ের তুলনায় জাপার এই কর্মসূচীতে অধিকতর লোক সমাগম লক্ষ্য করা যায়।বিক্ষোভ মিছিল থেকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে জবাব চাওয়াসহ পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থাপনা রাখার দাবিতে স্লোগান ও বক্তব্য রাখেন নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম,জাতীয় পার্টি মির্জাপুর পৌর শাখার সভাপতি এডভোকেট সাঈদ আনোয়ার,সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।