আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি:
ভোক্তা অভিযোগ, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-জালানি, জেলা-উপজেলা কমিটি গঠন-পূনঃগঠন, সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর নাটোর জেলা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮অক্টোবর) সন্ধ্যা সাতটায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর হলরুমে আয়োজিত সভায় জেলা কমিটির সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মুহাম্মদ সাজেদুল ইসলাম ও নেটওয়ার্ক বিল্ডিং কমিটির সদস্য খাইরুল ইসলাম।
সারাদেশের মধ্যে নাটোর জেলা কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, ক্রেতা-ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে জেলা কমিটির পাশাপাশি উপজেলা শাখাগুলোকেও আরো সক্রিয় করতে হবে।
নাটোর জেলা কমিটি এবং উপজেলা কমিটির প্রতিনিধি সমন্বয়ে এই মতবিনিময় সভায় জেলা কমটির সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি খালিদ বিন জালাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার অধিকারী, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্টু, এনামুর রহমান চিনু, আলতাফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
আব্দুল মজিদ
নাটোর।