সাদুল্লাপুর (গাইবান্ধা ) প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রী কলেজে এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের আয়োজনে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দশনা মূলক বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।
বিদায়ী শিক্ষার্থী হানিফ মিয়ার সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওই কলেজের উপাধ্যক্ষ মেনহাজ উদ্দিন প্রামানিক।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রভাষক আব্দুর রাজ্জাক প্রধান,প্রদর্শক আব্দুর রাজ্জাক ও রফিকুল ইসলাম।