আমিনুল ইসলাম হিরো, ঢাকা অফিসঃ
বকেয়ে বেতন আদায়ের দাবিতে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
অবরোধ কর্মসূচির কারনে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং আশে পাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ৮টা থেকে নটর ডেম কলেজসংলগ্ন সড়কে অবস্থান নেন তারা।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।
তিনি বলেন, আরও জেনেছি শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেও তারা রাস্তায় নেমেছেন। ঘটনাস্থলে মাত্র এসে প্রাথমিকভাবে আমরা এসব তথ্য জেনেছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি এবং রাস্তায় যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
সড়ক অবরোধের ফলে মতিঝিল, কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।