কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনূকূলে রাখতে অপারেশন রুট আউট নামক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন।
তার মধ্যে মাদক মামলায় ৬ জন ও ৯ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃতরা হলেন,হাসান আহম্মেদ এর ছেলে সাব্বির আহমেদ (২৭),আবু তাহেরের ছেলে মোঃ ইসমাইল (৪০),করিমুল্লাহর ছেলে হাফিজুল্লাহ (২৩),লাল মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩৩)মৃত আলী জোহারের ছেলে মোঃ জাকরিয়া (৩১)মোঃ হাশিমের ছেলে আব্দুর রহমান (৩১)সহ ১৫ জনকে গ্রেফতার করেন।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, সোমবার রাত ১ টা থেকে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারে ৮ এপিবিএন ক্যাম্প-১০ এ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত উক্ত চিরুনি অভিযানে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর বিপিএম এর তদারকি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অভিযানটি পরিচালনা ও তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম। পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ার কামাল, এসআই (নিঃ) শেখ মোঃ ইয়াছিন ও এসআই (নিঃ) মুহাম্মদ হেদায়েত উল্লাহ সঙ্গীয় পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স OPERATION ROOT OUT এ অংশগ্রহণ করেন।
অভিযান পরিচালনা করাকালীন সময় পৃথক দুটি স্থান থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করে উল্লেখিত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লিখিত সকল আসামীদেরকে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত ১৫ জনের মধ্যে ৬ জনকে মাদক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্ত উখিয়া থানায় হস্তান্তর, ৯ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের সমূলে নির্মূল করতে ৮ এপিবিএনের ‘অপারেশন রুট-আউট’ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ৮ এপিবিএন বদ্ধপরিকর।