মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ সারিয়াকান্দিতে গাঁজার আসর থেকে ১জন মাদক ব্যবসায়ীসহ একই গ্রামের অপর ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজার আসর থেকে তাদের গ্রেফতার করে।
এসময় সেখান থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো বড়ইকান্দি সরকার পাড়ার ইজ্জত আলী সরকার ছেলে মাদক ব্যবসায়ী রায়হান সরকার । মাদক সেবক একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ভুট্টু শেখ রসুল মন্ডলের ছেলে মাফু মন্ডল , শাহজাহান সরকারের ছেলে তারাজুল ইসলাম ওরফে রাজু ,গোলাম সরকারের ছেলে মঞ্জু সরকার ,দুদু সরকারের ছেলে আসাদুল সরকার ।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানা আফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জাানান, বড়ইকান্দি গ্রামে গাঁজর আসর থেকে ১জন মাদক ব্যবসায়ীকে ৪০ গ্রাম গাঁজাসহ এবং ৫জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।