শামীম মিয়া মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বিশ্বাস দূর্লভ চন্দ্র, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও এলজিইডির সহযোগিতায় এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।