জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীর তীরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ছট পুজা অনুষ্ঠিত হয়েছে।
শত শত হিন্দু ধর্মের নারীরা উপোস থেকে বিভিন্ন রকম ফল-মুলসহ নদীর তীরে উপস্থিত হন পুজা করতে। পরে তারা নদীতে নেমে ভিজা কাপড়ে সূর্যেপাসনা অবলোকন করেন।