গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ” ক্রিড়ায় শক্তি ক্রিড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বগুড়া গাবতলীর সাবেকপাড়া নওরোজ ক্লাব আয়োজিত
মাদকমুক্ত দ্বিতীয় রাউন্ডের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠি ত হয়েছে। জেল ক্যাফে কফির
সৌজন্যে আয়োজিত দ্বিতীয় রাউন্ডের খেলা উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রধান
সহকারী শফিকুল ইসলাস বাদশা। এসময় আলফাজুর রহমান, ম্ধাসঢ়;ইনুল হক সাবলু, রোস্তম
আলঅ রকেট, সুমন সরকার, হিরোস ক্লাবের পরিচালক রবিউল ইসলাম ভুট্টা, বায়জিদ-রাসেল
ফুটবল একাদশের টিম ম্যানেজার বায়জিদ হোসেন, টিম পরিচালক রাসেল হোসেন, খেলা
পরিচালনা করেন আতাউর রহমান। খেলাটি স্পন্সর করেন জেল ক্যাফে। খেলা গোল শুন্য ড্র হয়।