এম দুলাল উদ্দিন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা হাসান লেলিন আর নেই। তিনি শনিবার(২৯ অক্টোবর ২২) ভোর রাতে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ দলীয় নেতা-কর্মী,আত্বীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপিসহ তার নিজ এলাকা বাগবাটির হাসনায় শোকের ছায়া নেমে এসেছে। তার প্রথম জানাযা নামাজ বাদ জোহর বাগবাটির হাসনায় ও দ্বিতীয় জানাযা নামাজ বাদ আছর সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের উপর স্মৃতিচারণ মুলক আলোচনা করেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,সাবেক মেয়র অ্যাড.মোকাদ্দেস আলী,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,
জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব ইসহাক আলী,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ সরকারি রাসিদুজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান,নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল মাহমুদ ও মরহুমের ভাতিজা ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল সজল। পরে তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।