জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটরে পাঁচবিবিতে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার ধরঞ্জী হাইস্কুল মাঠে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ডিকেএসপি আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য সচীব মাহমুদুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় জয়পুরহাট কোমরগ্রাম ষ্টার ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা ক্রীড়া সংস্থা, পাঁচবিবি বিজয়ী হয়।