জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মাদক মামলার এজাহার নামীয় আসামী কাউসারকে (৩৬), গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত কাউসার জেলার সদর উপজেলার দোগর মোনারপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে জেলার সদর উপজেলার কুঠিবাড়ি বাজার এলাকা হতে মাদক মামলার এজাহার নামীয় আসামী কাউসারকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পে কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সদর থানার দায়েরকৃত একটি মাদক মামলার আসামি গ্রেফতারকৃত কাউসার। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।