জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী আব্দুল ওয়াহাবকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আব্দুল ওয়াহাব জেলার পাঁচবিবি উপজেলার খাস বাগুড়ি গ্রামের জহুরল ইসলামের ছেলে।
র্যার জানিয়েছে, ২০১৭ সালের ২০ নভেম্বর জেলার সদর উপজেলার নওপাড়া গ্রামস্থ পল্লীবালা বাজার এলাকায় জনৈক জয়নাল আবেদীনের পুুকুরের একটি গাছের ডালের সাথে একই গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে ওয়াজ কুরুনী সজীবের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়। থানা পুলিশ মামলার কোন সুরাহা করতে না পারায় মামলাটি সিআইডি‘র কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এই মামলার পুলিশি তদন্তে ৫ জন অভিযুক্তের নাম উঠে আসে। এর মধ্যে মোঃ আব্দুল ওয়াহাব (২৪) অন্যতম। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আব্দুল ওয়াহাবকে সদর উপজেলার পুরানাপৈল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সিআইডি কার্যালয়ে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।