জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ হত্যা মামলায় দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে
জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামে
২০০৮ সালের ২ অক্টোবর দিবাগত রাতে নিজ বাড়িতে মোমিনের স্ত্রী হাছিনা (৩৯) তার ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন । রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে বাড়ির প্রাচীর টপকিয়ে প্রতিবেশী আওলাদ ও দুলাল তার শয়ন ঘরে প্রবেশ করে তাকে গলাটিপে হত্যা করে। এ সময় নিহতের ছোট ছেলে মেহেদী আসামিদের চিনে ফেলে। এ ঘটনায় নিহতের শ্বশুর কেরবান আলী সরদার বাদী হয়ে ২০০৮ সালের ৩ অক্টোবর
প্রতিবেশী মৃত আঃ ছালামের ছেলে, জহুরুল হোসেন, দুলাল হোসেন ও আওলাদ হোসেনের নাম উল্লেখ করে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আব্দুল হান্নান মিয়া ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে তিন সহোদর ভাইয়ের মধ্যে জহুরুল হোসেনের নাম বাদ দিয়ে দুলাল হোসেন ও আওলাদ হোসেনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার দুপুরে ওই দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম।
মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা বলেন, মামলার এ রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো।
মামলার বাদী পক্ষের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম দুই সহোদর ভাইকে প্রতিবেশী গৃহবধূকে হত্যার অভিযোগে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।