1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট করা হয়েছে : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৯ বার দেখা হয়েছে

শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট প্রতিনিধি;
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে জয়পুরহাটে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার পুলিশ সুপারের কার্যালয় জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজা শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আহসান কবির এপ্লব, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম , গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুনসহ অন্যরা।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন।

এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইন্স চত্বরে গিয়ে শেষ হয়।

শারমিন আশা স্বর্ণা

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft