জয়পুরহাট প্রতিনিধি: একটি জেলার বার ওই জেলার বাতিঘর। জুডিশিয়াল যেমন আলো ছড়ায় বারও তেমনি আলো ছড়ায়। বর্তমান সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। তাই এ সরকারের আমলে সকল বিচার প্রার্থীরা ন্যায় বিচারের সুফল ভোগ করছে।
শনিবার জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিজেদের সকল ভেদাভেদ ভুলে আইনের প্রশ্নে এক এবং অভিন্ন হয়ে মানুষের কল্যাণে অবদান রাখার জন্যই আইনজীবীদের কাজ করতে হবে। আমরা চিরস্থায়ীর জন্য এই পৃথিবীতে আসিনি। যে যে পেশায় আছি সেখান থেকেই মানুষের কল্যাণে জনগনের কল্যাণে আমরা অবদান রাখতে পাড়ি।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিপি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সমিতির ৫০ বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ও দায়রা জজ মো: নূর ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, শিক্ষাবিদ মেহের নীগার, প্রবীণ আইনজীবী খাজা জহুরুল হকসহ অন্যরা।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবীদের সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙীত পরিবেশন করেন শিল্পীরা।