জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি;
তারেক রহমান লন্ডন থেকে রিমোটের মাধ্যমে আর খালেদা জিয়া আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখে। তাদের কোন স্বপ্নই বাস্তবায়ন হবেনা। সংবিধান অনুসারে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ও অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নিজেরাই নিজেদের কবর খুড়েছেন। তারা কবরের নিচেই রয়েছেন। লাল কুঠি, নীল কুঠিতে ষড়যন্ত্র করে আর কোনদিন তারা ক্ষমতায় আসতে পারবে না। আগামীতে ষড়যন্ত্রকারীদের মূল উৎপাটন করা হবে।
বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারণ সম্পদাক ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মো. ইয়াকুব আলী, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।