হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসি ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন,খাস জমিতে তাদের অধিগ্রহণ, শিক্ষা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে বুধবার(২৬ অক্টোবর) উপজেলা ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
এ উপলক্ষে এদিন দুপুরে ইএসডিও অফিস হলরুমে আদিবাসি নেতা সিংরা সরেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলমের সঞ্চালনায মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও ঠাকুরগাঁও জেলা শাখার উইমেন ইম্পায়ারম্যান অফিসার মোমেরী তাজ।
এছাড়াও আদিবাসি ও দলিত সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, কয়েকজন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
প্রেমদীপ প্রকল্প ম্যানেজার তার বক্তব্যে বলেন,
আদিবাসী ও দলিতদের নিয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আগামীতে আরো কাজ করে যাবো। এবং তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলার প্রায় ১৩ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।