পুঠিয়া(রাজশাহী( প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের এইচএসসি ১বর্ষ ও ২য় বর্ষ ছাত্রদের মধ্যে ফুটবল টুর্ণামেন্ট ২০/২২অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার দুপুর ১২টায় দিকে বানেশ্বর সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। ১ম বর্ষ ফুটবল দল ২য় বর্ষ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং ৪/১গোলের ব্যবধানে পরিজিত করে।
খেলা শেষে পুরুস্কার তুলে দেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই মোহম্মদ আনাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হকসহ অনান্য শিক্ষক ও ছাত্রা ছাত্রী।
একই অনুষ্ঠানে ছয়জন মেধাবী ছাত্র-ছাত্রীকে কানাডা ভিত্তিক (সিবিট) স্কলারশিপ সনদপত্র প্রদান করা হয়।