আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া প্রতিনিধি ,
বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় ’বড়াল’সভা কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।
এছাড়াও বক্তব্য দেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, প্রানী সম্পদ কর্মকর্তা অফিসার আবু জাফর, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আহম্মেদ, ’ক্যাব’ সেক্রেটারি সাংবাদিক আরিফুল ইসলাম তপু, রেজাউন্নবী রেনু , বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট প্রমুখ।
সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা , ক্যাব উপজেলা কমিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বাস্তবায়ন অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের আরো সচেতন হতে হবে।