মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদকে সামনে রেখে
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় শিক্ষক দিবস ২০২২ যথাযথভাবে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক র্যালি দুপচাঁচিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালী শেষে
তালোড়া সরকারি শাহ এতেবারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা হাবিবুর রহমান সাথী অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন জিহাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আহমেদুর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুপচাঁচিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদ।
দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলাম।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ। তালোড়া শাহ এতেবারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান।
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব আনিসুল ইসলাম।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান।সাধারণ সম্পাদক এমদাদুল হক। দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল বাশার।
দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর পরিচালনা সভায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। দুপচাঁচিয়া প্রেসক্লাব সভাপতি
গোলাম ফারুক।উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স।
বাংলাদেশ প্রেসক্লাবের দুপচাঁর্চিয়া উপজেলা শাখার সভাপতি মোসাব্বর হাসান মুসা সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি কলেজের শিক্ষক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।