জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি;
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন জানান, মো. মাসুদ আহমেদ বেশ কিছুদিন ধরে শাহজালাল ফার্মেসিতে চেম্বার করে রোগিদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি ডাক্তারী বিদ্যা না পড়েই রোগী আকৃষ্ট করতে এমবিবিএস, এফসিপিএস ও সিসিডি ডিগ্রী লাগিয়ে ভিজিডিং কার্ড, প্যাড ও চিকিৎসাপত্র তৈরি করে রোগিদের চিকিৎসা দিয়ে আসছেন। বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন।
দীর্ঘদিন চিকিৎসাপত্র দেওয়া মাসুদ আহমেদ চিকিৎসা বিদ্যায় লেখাপড়া না করে মানুষের সাথে প্রতারণা করছেন এমন সংবাদের ভিত্তিতে মো. জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই আদালতে মাসুদ তার প্রতারণার কথা স্বীকার করলে এক লাখ টাকা জরিমান ও দুই মাসের কারাদন্ড প্রদান করেন। এক লাখ টাকা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড দেন আদালত।
এ সময় শাহজালাল ফার্মেসির মালিক মো. সাদিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।