জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন ট্রাফিক সিগন্যাল দূর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন ধরনের যানবাহন চালকদের ট্রাফিক আইন ও অন্যান্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব¡ করেন উপজেরা নিবার্হী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল শহিদ মুন্না, স্বাগত বক্তৃতা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যামিলিটেটর পরিচালক ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা (ইউ,জি,ডি,পি) মোঃ আব্দুল মুত্তালিব, জয়পুরহাট জেলা বিআরটিএ ইন্সপেক্টর এস এম ফরিদুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবসহ অন্যরা।
প্রশিক্ষণে বিভিন্ন পেশার ১২০জন ড্রাইভারদের ট্রাফিক সিগন্যালের উপর মুক্ত আলোচনা করেন বিআরটিএ জয়পুরহাট সার্কেলের মোটরযান পরিদর্শক এস,এম ফরিদুর রহিম।