বেড়া পাবনা প্রতিনিথি ঃপাবনার বেড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড. সামছুল হক টুকু এমপি।
এ সময় ১৮৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল স্মার্ট কার্ড ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ১৩৩ জন মৃত মুক্তিযোদ্ধার উত্তরসূরীদের সনদপত্র দেয়া হয়।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাড. সামছুল হক টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন, বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু, সাবেক কমান্ডার ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মেসবা উল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমীন ইতি, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাইদ প্রমূখ।