গাইবান্ধা প্রতিনিধি: জ্বালানী তেল, সার সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কমিউনিস্ট পার্টি
সিপিবি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির
সদস্য, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চ সংগঠক
কমরেড লাকী আক্তার।
কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড
তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের
সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি
গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,
সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সাঘাটা
উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ্বর বর্মণ, পলাশবাড়ী শাখা কমিটির
সাধারণ সম্পাদক আদিল নান্নু ও গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী
ইউনিয়নের সভাপতি বার্নাবাস টুডু প্রমুখ।