আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া প্রতিনিধি, নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে মামালঞ্চি রেল স্টেশন সংলগ্ন সেন্টার মাঠে৷ “উপজেলা দিবস” পালিত হয়েছে ।
রবিবার ( ২৩ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সাঈদ মোহাম্মদ হিরনের সভাপতিত্বে উপজেলা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আব্দুল খালেকের আহবানে অনুষ্ঠিত আলোচনা সভায় আবু সাঈদ মহাম্মদ হিরণ বলেন , উপজেলা পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের সৃষ্টি । সারাদেশে পূর্ণাঙ্গ উপজেলা প্রতিষ্ঠিা ও পল্লীবন্ধুর ১৮ দফা বাস্তবায়নের জন্য জাতীয় পার্টি লড়াই সংগ্রাম চালিয়ে যাবে । বক্তব্য শেষে তিনি বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করেন ।
অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা ও পৌর নবনির্বাচিত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও জেলা জাতীয় পার্টির বিশেষ প্রতিনিধি আব্দুল মজিদ মন্টু , বিভিন্ন ইউনিয়ন ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ , উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি রুবেল খান সহ বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয়পার্টির ত্যাগী কর্মীবৃন্দ ।
অনুষ্ঠানে শেষে আব্দুল মজিদ মন্টু উপজেলা ও পৌরসভার জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন ।