শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশের মানুষকে অন্ন তুলে দিয়েছেন, বস্ত্র তুলে দিয়েছেন, গৃহহীন মানুষদের ঘর তুলে দিয়েছেন।
রোববার দুপুরে জয়পুরহাটে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাঁজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের ২য় অধিবেশনে বিকেলে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়।