জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে এক ব্যক্তির ২৩টি ফল গাছ কেটে ফেলেছে দুষ্কৃতিকারীরা। শনিবার দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার তুলশিগঙ্গা ইউপি ভবনের দক্ষিণ পার্শে আটিদাশড়া শিয়ালাপাড়া গ্রামের হাবিবুল মজিদের বাগানের এসব গাছ কেটে ফেলা হয়।
হাবিবুল মজিদ বলেন, শত্রুতা করে আমার বাগানে ৯টি লিচু, ১১টি আমসহ মোট ২৩টি গাছ কেটে ফেলেছে। এসব গাছ থেকে প্রতি বছর হাজার হাজার টাকার ফল বিক্রি করা হয়। আর্থিকভাবে ক্ষতি করার জন্য দুষ্কৃতিকারীরা এ কাজ করেছে।
বাগান মালিকের চাচা তাইফুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করতে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনতে হবে।
উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাগান মালিককে সহযোগিতা করা হবে।