শামীম মিয়া
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে শনিবার পৌর এলাকার কলেজ রোডে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আয়োজনে ৭দফা দাবি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচি চলাকালে দাবি আদায়ে বক্তৃতা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন লালু,সাধারণ সম্পদক নিরঞ্জন পাল,পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আহবায়ক সুরঞ্জন শেঠ তাপস,সদস্য সচিব সুশীল কুমার সরকার,সাংগঠনিক সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মির্জাপুর পৌর শাখার সভাপতি যতিন সরকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।
এ সময় বক্তরা অভিলম্বে সরকারের কাছে তাদের সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। দাবি আদায় না হলে কঠোর কমূসূচি দেয়ার হুশিয়ারি দেন। গণ অনশন কর্মসূচিতে উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন।