মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক র্য্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচা-ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা পরিদর্শক (তদন্ত)শফিকুল ইসলাম,২৯-বিজিবির নায়েক সুবেদার কামরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, সংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম,প্রচার সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিসচা- ফুলবাড়ী শাখার দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক আব্দুল হামিদ সুজন.সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী,সদস্য শোয়েব আলী সরকার ডিউ সহ অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
শেষে মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।