ডেস্ক রিপোর্ট: ইতালির অতি-ডানপন্থী নেত্রী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জা মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে সেদেশের প্রেসিডেন্ট সেরজিও মাতারেলার সঙ্গে দেখা করেছেন। প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে প্রেসিডেন্ট মাতারেলা খুব শিগগিরই মেলোনিকে প্রধানমন্ত্রী হতে আহ্বান জানিয়েছেন।
ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর মিজ মেলোই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি-ডানপন্থী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ।
গত মাসে ইতালির নির্বাচনে সর্বাধিক প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মিজ মেলোনির দল ব্রাদার্স অব ইতালি – যে দলটির প্রতিষ্ঠার সাথে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে।
মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল, এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফর্জা ইতালিয়ার সঙ্গে।
জর্জা মেলোনি অবশ্য ইতালির পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইউক্রেন প্রশ্নে তার অবস্থানের কোন পরিবর্তন হবে না। হয়তো এ সপ্তাহ শেষেই মেলোনি প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন।