গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শবিবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭)-২০২২ গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন দলদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ নেতৃবৃন্দ।