গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে কবরস্থান ও মসজিদের জমির মাপযোগকালে
সংঘর্ষে ঊভয়পক্ষের কমপক্ষে ৬জন আহত হয়েছে। পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে
লাঠিচার্জ করে জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে গাবতলী
উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের পশ্চিম খাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল মান্নাফের সাথে একই গ্রামের আলম ও সাইফুল গ্রুপের
সাথে কবরস্থান ও মসজিদের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।
বিষয়টি সুরাহার জন্য গতকাল শনিবার সকালে বাগবাড়ীর ফাঁড়ীর ইনচার্জ কামরুজ্জামান,
স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির মাপজোক চলছিলো।
তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কথিত এক সাংবাদিকসহ
উভয়পক্ষের কমপক্ষে ৬জন আহত হয়। পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে
জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত জুয়েল চেলোপাড়া এলাকার লবির উদ্দিনের
ছেলে। আহতরা হলো, বালিয়াদিঘী পশ্চিমপাড়া গ্রামের মৃত আ: কাদের মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক
(৫৬), একই গ্রামের মৃত তোজাম্মেল হক খানের ছেলে মামুনুর রশিদ (৪৪) ও আব্দুল হান্নান (৩৬),
সারোটিয়া গ্রামের মৃত তৌরাত জামান খানের ছেলে নজরুল ইসলাম খান (৫৪)। এ ঘটনায়
থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
গাবতলীতে পৌর যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ২৭অক্টোবর যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল
শনিবার দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল
লতিফের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দেবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সাগর, পৌর যুবদলের যুগ্ম
আহবায়ক সোহেল রানা, সদস্য তাজুল ইসলাম, দৌলতজামান, নিপুল মিয়া, সেলিম রেজা, সুজন
আহম্মেদ, জালাল মিয়া, রনি মিয়া ও মালেক মোক্তাদির, ওয়ার্ড যুবদল নেতা হারুন, বিপ্লব, আ:
মালেক, নুর আলম, সুমন আহম্মেদ, আ: জলিল, সুলতান, খোরশেদ, আ: সালাম ছাননু, আরমান
হোসেন, মোস্তাফিজুর রহমান, আতোয়ার রহমান, ইউনুছ আলী, শামীম প্রমুখ।