1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেসিক ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির পিতার জন্মদিন উপলক্ষে “দোয়া ও আলোচনা সভা নড়াইলে ১২০ টাকায় খরচে পুলিশের চাকরি পেলেন ২৭ জন বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে: সিরাজগঞ্জের পুলিশ সুপার দিনাজপুরে ‘রংধনু’র জমকালো প্রকাশনা উৎসব তোমাদেরকেই এই দেশ এগিয়ে নিতে হবে: সৈয়দ আহমদ শফী আশরাফী শিক্ষার্থীদের মেধা অম্বেষনে ফুলবাড়ীতে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিবগঞ্জের ফাঁসিতলা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঈদগাঁও থানার বির্তকিত ওসি গোলাম কবিরকে অবিলম্বে প্রত্যাহার দাবী শিবগঞ্জে ভূমিহী-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর সিংড়ায় দশম শ্রেণির শিক্ষার্থীকে মারপিট

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা হত্যার ঘটনায় গ্রেফতার ৪

  • আপডেট করা হয়েছে : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২০ বার দেখা হয়েছে

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্পে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা যুবককে গলা ও গুলি করে হত্যার ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন পুলিশ সদস্যরা।

শুক্রবার রাত দেড়টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ১৩-১৯ নং ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ১৩ নং ক্যাম্পের ২/ডি-ব্লকের মকবুল আহাম্মদ এর ছেলে সৈয়দ হোসেন প্রকাশ জাহিদ হোসেন (৩৫) একই ক্যাম্পের ৫/এফ-ব্লকের মোহাম্মদ ইসহাক এর ছেলে মোহাম্মদ গণি (২৫)
১৫ নং ক্যাম্পের ৩/এইচ-ব্লকের মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০) ও ১৯ নং ক্যাম্পের ১৮/এ-ব্লকের মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ শুক্রবার দুপুর দেড়টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্পে ২৮/৩০ সন্ত্রাসী
একটি দোকানের সামনে সৈয়দ হোসেন (২৩),কে আকষ্মিকভাবে হামলা করে।এসময় দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে সৈয়দ হোসেন এর গলা কেটে মারাত্মক ভাবে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই খুনের ঘটনায় নিহত সৈয়দ হোসেনের ভাই বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে উখিয়া থানার মামলা নং-৫৮, তাং-২১/১০/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

এই হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের সনাক্তকরণের লক্ষ্যে ৮ এপিবিএন এর তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে কয়েকজন অপরাধী ও তাদের অবস্থান সনাক্ত করে। এর প্রেক্ষিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার রাত দেড়টা থেকে সকাল ৭ পর্যন্ত ক্যাম্প-১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে গোয়েন্দা নজরদারি, ব্লক রেইড ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft