এম.দুলাল উদ্দিন আহমেদ: সারাদেশে ধরপাকড়,মিথ্যা মামলা দিয়ে হয়রানি,গ্রেফতার,জামিন বাতিল করে কারাগারে প্রেরণ,পুলিশী হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশহিসেবে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২) সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর ভাষানী মিলনায়তনের সবুজ চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মজিবর রহমান লেবুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুররহমান বাচ্চু।
এসময় জেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। #