নিজস্ব প্রতিবেদকঃ
আগানী ৬ নভেম্বর থেকে এইসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এই সময়ে সিরাজগঞ্জের কাজিপুর ও রায়গঞ্জে মেলার নাম করে কিশোর-যুবকদের আকর্ষন করে চলছে জাদু প্রর্দশনীর অন্তরালে নগ্নতা ড্যান্স।
সিরাজগঞ্জ জেলায় শীতকালীন ২টি মেলা অনুষ্ঠিত হওয়ায় রায়গঞ্জ, তাড়াশ, কাজিপুর উপজেলা, সলঙ্গা থানা ও সিরাজগঞ্জ সদর থানা (আংশিক) এর পরীক্ষার্থীর অভিভাবকরা পড়েছে বিপাকে। কেননা দিন গড়ার সাথে সার্কাস ও মেলায় জাদু প্রর্দশনীর অন্তরালে পরীক্ষার্থীরা সহ উঠতি বয়সী কিশোর, যুবকরা নগ্নতা ড্যান্স দেখতে মেলায় ভীড় জমাচ্ছে।
দুটি মেলাতেই অনুমোদনহীন লটারী নামে জুয়াতে গ্রাম-গঞ্জের হাজার হাজার নারী ও পুরুষের পকেট কাটা হচ্ছে। মাসব্যাপী এভাবে মেলা চলতে থাকলে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছে হাজারও মানুষ।