আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মৃত্যু ও জন্ম নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল মাধবপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়োগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য কালে চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বিভিন্ন সেবামূলক ও উন্নয়ন মূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সচিব মমতাজ উদ্দিন । মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সহ-সভাপতি আবুল খায়ের, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য শ্যামলী রেলি আব্দুস শহীদ লালু প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য গণ উপস্থিত ছিলেন।