স্টাফ রির্পোটার বগুড়া:
বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন কাহালুতে রেল জংশন বাস্তবায়নের জন্য তিনি একমত পোষন করেছেন।
কাহালুতে রেলওয়ে জংশন সর্ম্পকে এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর সাথে কথা বলা হলে তিনি বলেন এলাকার সামগ্রিক উন্নয়নে বগুড়ার কাহালুতে রেল জংশন অবশ্যই অতিব প্রয়োজন।
ব্যবসায়িক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাময়িক অসুবিধা হবে কিন্তু সেইটারও একটা ব্যবস্থা হওয়া দরকার। আর এই জংশন হলে ব্যবসার দ্বার উন্মোচন হবে উত্তরবঙ্গের জন্য এবং আমাদের জন্য।
শুধু নিজেদের স্বার্থ না, দেশ ও এলাকার জাতীয় স্বার্থেও কাহালু রেল জংশন অবশ্যই প্রয়োজন। তিনি আরও বলেন, ঢাকা থেকে যে রেল লাইনটি বগুড়ার উদ্দ্যেশ্যে কাহালু জংশনের সঙ্গে মিশবে তা দীর্ঘদিনের দাবী ছিল জন মানুষের।
অন্তত পক্ষে ৫/৬ ঘন্টা আমাদের সময় সাশ্রয় হবে ঢাকা থেকে আমরা দ্রুত বগুড়া পৌঁছাতে পারবো। তাই আমার নির্বাচনী এলাকা কাহালুতে রেলওয়ে জংশন হওয়ার পক্ষে শতভাগ মত প্রকাশ করছি।
কারণ আমি নিজেও এই রেল লাইনটি নিয়ে সংসদে একাধিক বার কথা বলেছি। যদি এই সুযোগ পাওয়ার পরও আমরা বঞ্চিত হই তাহলে পরবর্তীতে এই সুযোগ নাও থাকতে পারে।
আসুন জাতীয় স্বার্থে সবাই এক হই। কাহালুতে রেল জংশন ব্যাপারে এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন ছাড়াও উপজেলার প্রায় সকল জনপ্রতিনিধিগন একমত প্রকাশ করেছেন। রেলওয়ে জংশন বাস্তবায়ন কমিটি প্রকাশিত হয়েছে।