স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঠধারী এলাকা থেকে ফরিদুল ইসলাম (৫৫) নামের এক ইউপি সদস্যের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং শুঁকাস ইউনিয়ন পরিষদের সদস্য ।
বুধবার সকালে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমুমরুল ইউনিয়নের নগরবাড়ি-বগুড়া মহা-সড়কের পাঠধারী গ্রামের মহা-সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা ।
পরে এলাকাবাসী থানায় খবর দিলে সলঙ্গা থানা পুলিশ সড়কের পাশ থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং পরে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।